শুক্রবার, ১৭ মে, ২০১৯ ০০:০০ টা

পাটকল শ্রমিকদের অবরোধ চলছেই

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় বকেয়া মজুরি পরিশোধসহ ৯ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘট কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল সকালে শ্রমিকরা যথারীতি কাজে যোগ না দেওয়ায় রাষ্ট্রায়ত্ত         ৯টি পাটকলে উৎপাদন বন্ধ রয়েছে। একই সঙ্গে বিকালে শ্রমিকরা নগরীর খালিশপুর নতুন রাস্তা মোড়ে রাজপথ ও রেলপথ অবরোধ করে। সড়কেই তারা আসরের নামাজ ও ইফতারসহ মাগরিবের নামাজ আদায় করেন। বিজেএমসির পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী ১৮ মে থেকে মজুরি কমিশন বাস্তবায়ন এবং ১৯ মে থেকে অর্থ পরিশোধের কথা।

১৯ মে’র মধ্যে যদি প্রতিশ্রুতি পালন করা না হয়Ñতাহলে ২০ মে ঢাকায় জরুরি সভা ডেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ২০ মে পর্যন্ত বর্তমান ধর্মঘট-অবরোধ কর্মসূচি চলবে।

সর্বশেষ খবর