শুক্রবার, ১৭ মে, ২০১৯ ০০:০০ টা

নারী উন্নয়নে ১৫০ কোটি টাকা বরাদ্দ চাই

ওয়েবের বাজেট প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে আগামী ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নারীবান্ধব কর্মসূচি উন্নয়নের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন উইমেন এন্টারপ্রিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) সভাপতি নাসরিন ফাতেমা আওয়াল। রাজধানীর প্রগতি ইন্স্যুরেন্স ভবনে ওয়েব আয়োজিত বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক হতে মহিলা উদ্যোক্তাদের জন্য ইইএফ ফান্ডের ২০ শতাংশ অর্থাৎ ন্যূনতম ১৫০ কোটি টাকা বরাদ্দ রাখা জরুরি। নারী উদ্যোক্তাদের জন্য কো-লেটারেল মুক্ত নীতিমালা প্রণয়নের মাধ্যমে সহজ ও স্বল্প সুদের ঋণ প্রাপ্তির ব্যবস্থা করা অত্যাবশ্যক। এ ছাড়া সরকারি প্রকল্পে ৩০ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখার পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেড এলাকায় ২৫ শতাংশ জমি বরাদ্দ রাখার দাবি জানান তিনি।

সর্বশেষ খবর