সোমবার, ২০ মে, ২০১৯ ০০:০০ টা

বগুড়া উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নিকেতা

১৬ উপজেলায় নৌকার প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

বগুড়া-৬ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা। গতকাল সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ মনোনয়ন চূড়ান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ প্রায় সব সদস্যই উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, বৈঠকে বগুড়া-৬ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এ সময় মনোনয়নপ্রত্যাশীরা দীর্ঘ সময় বক্তব্য দেন। তারা নিজেদেরকে যোগ্য দাবি করে নৌকা প্রতীক দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। অতীতে জোট প্রার্থীকে নৌকা দেওয়ায় দল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী তাদের উদ্দেশে বলেন, ‘তোমরা কেউ বগুড়া সিট আমাকে উপহার দিতে পার না। ওই আসনটায় সব সময়ই বিএনপি বিজয়ী হয়েছে। অতীতে জোটকে দিয়েছি, জোট সিট পেয়েছে। ব্যালেন্স হয়েছে।’ এ সময় মনোনয়নপ্রত্যাশীরা জানান, আগের যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ শক্তিশালী ও ঐক্যবদ্ধ। দলীয় প্রার্থী দেওয়া হলে নৌকার জয় নিশ্চিত হবে। বৈঠক সূত্র জানায়, দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশে ফেরায় আল্লাহর কাছে শুকরিয়া জানান উপস্থিত নেতারা।

এ সময় প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, কোমায় থেকে ফিরে রেকর্ড কম লোকেরই আছে। আল্লাহ রহম করেছেন। কাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। এ সময় কোমায় থেকে ফিরে আসা আরও কয়েকজন ব্যক্তির স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে আগামী ১৮ জুন অনুষ্ঠেয় ১৬ উপজেলায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। এর মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে আশরাফুল আলম সরকার, নাটোরের নলডাঙ্গায় আসাদুজ্জামান আসাদ, সিরাজগঞ্জের কামারখন্দে আবদুল মতিন চৌধুরী, বরগুনার তালতলীতে রেজবি-উল কবির, পটুয়াখালীর রাঙ্গাবালীতে দেলোয়ার হোসেন, গাজীপুর সদরে রীনা পারভীন, নারায়ণগঞ্জের বন্দরে এম এ রশিদ, মাদারীপুর সদরে কাজল কৃষ্ণ দে, রাজবাড়ীর কালুখালীতে কাজী সাইফুল ইসলাম, শেরপুরের নকলায় শফিকুল ইসলাম জিন্নাহ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আবদুর রশিদ তালুকদার ইকবাল, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সিরাজুল ইসলাম, বিজয়নগরে তানভীর ভুঞা, কুমিল্লা আদর্শ সদরে আমিনুল ইসলাম, কুমিল্লা সদর দক্ষিণে গোলাম সারওয়ার, নোয়াখালী সদরে এ কে এম সামছুদ্দিন।

সর্বশেষ খবর