মঙ্গলবার, ২১ মে, ২০১৯ ০০:০০ টা

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

------ খুলনা মেয়র

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নগরীর প্রান্তিক জনগোষ্ঠীকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করতে সরকারি- বেসরকারি সংস্থাসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে দারিদ্র্যবিমোচনের বিকল্প নেই। গতকাল সিটি মেয়র নগর ভবনে ‘প্রো-পুওর ইকোনোমিক ডেভেলপমেন্ট স্ট্র্যাটিজি’ শীর্ষক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (এনইউপিআরপি) আওতায় খুলনা সিটি করপোরেশন, ইউকে এইড ও ইউএনডিপি’র  সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ এ কর্মশালার আয়োজন করে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশ কান্তি বালা’র সভাপতিত্বে ওয়ার্কশপে উপস্থিত ছিলেন সচিব মো. আজমুল হক, চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন, প্রকল্পের টাউন ম্যানেজার মো. মোস্তফা।

বিষয়ভিত্তিক তথ্য-উপাত্ত তুলে ধরেন ইউএনডিপি’র কো-অর্ডিনেটর মৌসুমী পারভীন ও এক্সপার্ট মো. রাশেদুল ইসলাম। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

 

সর্বশেষ খবর