Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ১৬ জুন, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৬ জুন, ২০১৯ ০১:২৫

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

বন্ধুকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেছে একজনের। অন্য বন্ধুও আহতাবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। গতকাল বিকালে রাজধানীর উত্তরখান বাটুলিয়া নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিব (২৩) বাটুলিয়া গ্রামের রফিক মিয়ার ছেলে। আহত শিপনের (২২) বাড়িও একই এলাকায়। শিপনের বাবা সুলতান মিয়া জানান, বিকাল সাড়ে ৫টায় বাসা থেকে বের হয়ে সাকিবকে নিয়ে বাটুলিয়ায় নদীর পাড়ে ঘুরতে যান শিপন। সেখানে তিন-চার জন ছিনতাইকারী তাদের পথরোধ করে টাকা, মোবাইল ফোন সেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ছিনতাইকারীরা সাকিবের বাঁ পাঁজর, পিঠ ও শিপনের পিঠে ছুরিকাঘাত করে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর