সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

খুলনায় সাংবাদিককে ফেনসিডিল দিয়ে ফাঁসানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সোর্সের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় খুলনায় স্থানীয় পত্রিকার সাংবাদিক আবদুল জলিলকে ফেনসিডিল দিয়ে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে নগরীর মুসলমান পাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। পরে তার বাড়ির সীমানা প্রাচীরের বাইরের একটি ড্রেন থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার দেখানো হয়। আবদুল জলিল খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সিনিয়র রিপোর্টার এবং খুলনা প্রেস ক্লাবের সহকারী সম্পাদক (ক্রীড়া)। আবদুল জলিলের স্ত্রী রুনা বেগম জানান, মাদক বিক্রি তো দূরের কথা আবদুল জলিল ধূমপানও করেন না। তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। জানা যায়, কিছুদিন আগে মুসলমান পাড়া এলাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সোর্স হিসেবে পরিচিত টুটুলকে মাদকসহ আটক করে র‌্যাব। সাংবাদিক আবদুল জলিল নিজে ওই সংবাদ করেন এবং অন্যান্য পত্রিকায়ও সরবরাহ করেন। এতে ক্ষিপ্ত হয়ে জামিনে বের হয়ে টুটুল কৌশলে তাকে ফাঁসিয়ে দেয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক পারভীন আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে তার বাড়ির পাশের ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। যেহেতু তার বাড়ির পাশ থেকে পাওয়া গেছে এজন্য তাকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর