শনিবার, ১৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রংপুরে ব্রিজ নির্মাণে ধীরগতি দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও রংপুর সিটির নির্মাণাধীন কুকরুল ব্রিজের কাজ শেষ হয়নি। এ জন্য হাঁটুপানি ভেঙেই বিকল্প রাস্তায় চলাচল করছেন কয়েক হাজার মানুষ। আর ভারী যানবাহন নিয়ে চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন চালকরা। প্রতিদিন ঘটছে দুর্ঘটনাও। ২০১৭ সালে শুরু হওয়া ব্রিজের কাজের মেয়াদ শেষ হয়েছে গত বছরের জুনে। কিন্তু এখনো শেষ হয়নি নির্মাণ। গত দুই বছরে শুধু খুঁটি বসানো হয়েছে। দুই দফা সময় বাড়িয়ে নিয়েও কাজ শেষ করেননি ঠিকাদার। নির্মাণাধীন ওই ব্রিজের পাশে মাটি ও বাঁশ দিয়ে তৈরি করা বিকল্প রাস্তাটি পানির নিচে ডুবে আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর