মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কেডিএ-তে দুদকের ঝটিকা অভিযান

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ঘুষ গ্রহণের মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণের নকশা অনুমোদনসহ নানা অনিয়মের তদন্তে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র অফিসে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বেলা পৌনে ১২টা থেকে প্রায় ৩টা পর্যন্ত অভিযানে দুদক টিম কেডিএ’র নকশা অনুমোদন সংক্রান্ত নথি পর্যবেক্ষণ, কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ ও নির্মাণাধীন কয়েকটি ভবন পরিদর্শন করেন। দুদকের খুলনা সহকারী পরিচালক মো. শাওন মিয়া জানান, কেডিএর কয়েকজন প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও নিয়ম বহির্ভূতভাবে ভবনের নকশা অনুমোদনের অভিযোগ রয়েছে। পাশাপাশি অনুমোদিত নকশার বাইরে অবৈধ সুবিধা নিয়ে ভবন নির্মাণে সহায়তার অভিযোগ পাওয়া গেছে। অভিযানকালে দুদক টিম নগরীর টুটপাড়া এলাকায় নির্মাণাধীন ভবন পরিদর্শন করে। এখানে কেডিএর নকশার বাইরে জায়গা দখল করে ভবনের বর্ধিত অংশ নির্মাণের প্রমাণ পায় দুদক টিম।

সর্বশেষ খবর