মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ঋতু পরিবর্তনে রাজশাহীতে বেড়েছে রোগব্যাধি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

তীব্র গরমের প্রবণতা শেষ। তবে দিনের বেলা গরম থেমে নেই! দিন শেষে সন্ধ্যায় নামছে হালকা ঠা া আর ভোররাতে কাঁথা কিংবা কম্বল জড়িয়ে ঘুমাতে হচ্ছে। গরম শেষে এখন শীতের আগমনী বার্তা। ঋতু পরিবর্তনের সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এর সঙ্গে বেড়েছে নানান রোগের প্রবণতা।

আবহাওয়ার এই পরিবর্তনের কারণে প্রতিনিয়ত শিশুসহ সব বয়সের মানুষ এখন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। অসুস্থ হয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। রামেক হাসপাতালের তথ্যমতে, সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে মেডিসিন, শিশু ও চর্ম রোগ বিভাগে। মেডিসিনের চারটি ইউনিটে নারী-পুরুষ মিলে দুই সপ্তাহ আগে ১ হাজারের অধিক রোগী থাকলেও রবিবার ২ হাজার ২০০ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। গত এক মাসে ৪ হাজারের বেশি রোগী ভর্তি হয়েছে আবহাওয়া পরিবর্তনজনিত রোগে। যার মধ্যে জ্বর-সর্দি, ইনফ্লুয়েঞ্জা, শ্বাসকষ্ট, ডায়রিয়া, অ্যাজমা ও হাঁপানি রোগীর সংখ্যা বেশি। শিশুর মধ্যে নিউমোনিয়া, জ্বর-সর্দি, শ্বাসকষ্ট, ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি। রামেক হাসপাতালের বহির্বিভাগের মেডিকেল অফিসার ডা. পার্থ মণি জানান, এখন দিনে গরম থাকলেও রাতে ও ভোরবেলায় হালকা ঠান্ডা লাগছে। অনেকে বাসায় ফ্যান ছেড়ে ঘুমানোর কারণে রাতে ঠান্ডা লাগছে। আর বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এ সমস্যা বেশি। শিশুদের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর