সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
স্ট্যাটাস নিয়ে তোলপাড়

আইসিটি প্রতিমন্ত্রীর স্ত্রীর ফেসবুক হ্যাকড

নাটোর প্রতিনিধি

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কণিকার ফেসবুক আইডি থেকে পারিবারিক গোপন ছবিসহ স্ট্যাটাস ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয়েছে। এদিকে কণিকা জানিয়েছেন, তার আইডি হ্যাক করে কিছু আজেবাজে পোস্ট ছড়ানো হয়েছে। স্ট্যাটাসের ব্যাপারে গতকাল এক সংবাদ সম্মেলন করে নাটোরের সিংড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম কামরান জানান, ‘প্রতিমন্ত্রী পলকের স্ত্রী অন্য একটি স্ট্যাটাসে লিখেছেন, তার আইডি হ্যাক করে কিছু আজেবাজে পোস্ট হওয়ায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তা আবার ফিরে পেয়েছেন।’ সংবাদ সম্মেলনে কামরান জানান, কণিকার ফেসবুক আইডি থেকে ছড়ানো পোস্টে তার (কামরানের) সহধর্মিণীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি পোস্ট করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। একই সঙ্গে তাকে একজন চাঁদাবাজ, অস্ত্র ও মাদক ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

 কামরান দাবি করেন, তিনি জীবনে কোনো দিন মদ স্পর্শই করেননি। অস্ত্র, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি হাস্যকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর