সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
স্মরণসভায় বক্তারা

যাদের কথা কেউ বলত না মনু তাদেরই তুলে ধরতেন

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক লেখক ও সংগঠক দিল মনোয়ারা মনুর স্মরণসভায় বক্তারা বলেন, ‘অনন্যা’ হোক বা ‘বেগম’ সমাজের যে মানুষদের কথা কেউ বলত না, মনু আপা তাদেরই তুলে ধরতেন। নারী শ্রমিকরা কেন কম মজুরি পাবে-তা নিয়ে তিনি ছিলেন উদ্বিগ্ন ও সোচ্চার। তিনি ঘোমটা দিয়ে চলতেন না কিন্তু ধর্ম ও মানুষের জন্য তার ভালোবাসা ছিল অপার। তিনি ছিলেন সত্যিকারের মানুষ। সৎ সাংবাদিকতার উদাহরণ ছিলেন তিনি। অনুরাগ বা বিরাগ দিয়ে তিনি লেখা বা লেখকের মূল্যায়ন করতেন না। লেখা ও কর্মে সবার মনে দোলা দিয়ে চলে গেছেন তিনি। জাতীয় প্রেসক্লাবে গতকাল অনন্যা আয়োজিত সাংবাদিক দিল মনোয়ারা মনুর স্মরণ সভায় বক্তরা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাক ও অন্যনা সম্পাদক তাসমিমা হোসেন। বক্তব্য রাখেন লেখিকা সংঘের সভাপতি দিলারা মেসবাহ, লেখক নাসরিন নঈম, কথাশিল্পী আফরোজা পারভীন, ফৌজিয়া মুসলিম, নারী জোটনেত্রী আফরোজা হক প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর