মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকলে ফের টানাপড়েন

শ্রমিকরা আন্দোলনে বৈঠকে কর্তৃপক্ষ

সামছুজ্জামান শাহীন, খুলনা

বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। ঢাকা ও চট্টগ্রামের পর ধারাবাহিক কর্মসূচি হিসেবে আগামী ১ নভেম্বর খুলনার খালিশপুরে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে। এদিকে পাটকলগুলোকে সচল রাখতে খুলনার ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলের মহাব্যবস্থাপক, ব্যবস্থাপক ও প্রকল্প প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। ওই বৈঠকে কাঁচাপাট ক্রয়ে অর্থ সংকট, উৎপাদিত পাটপণ্য বিক্রি না হওয়া, মজুরি কমিশন ও পাটকলে শ্রমিক অসন্তোষ নিরসনে করণীয় সম্পর্কে আলোচনা হয়। জানা যায়, খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকলে প্রায় ২১৬ কোটি টাকার উৎপাদিত পাটপণ্য অবিক্রীত রয়েছে। সারা দেশে অবিক্রীত পাটপণ্যের মজুদ রয়েছে ৭১ হাজার ৭১৪ মেট্রিক টন। যার বাজার মূল্য ৬৭৩ কোটি ৮১ লাখ টাকা। খুলনার প্লাটিনাম জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, শ্রমিকরা বকেয়া মজুরি না পাওয়ায় পাটকলে অসন্তোষ দেখা দিয়েছে। জাতীয় মজুরি স্কেল অনুসারে চূড়ান্ত ফিক্সেশন                 করে ১৮ মে’র মধ্যে শ্রমিকদের নতুন মজুরি স্কেলে পে-স্লিপ প্রদান করার সিদ্ধান্ত হলেও তা’ বাস্তবায়ন হয়নি। এ কারণে ২ নভেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

 

সর্বশেষ খবর