আবারও নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র রক্ষার অধিকার আদায় না হওয়া পর্যন্ত পরাজয় স্বীকার করা হবে না। জনগণের শক্তির কাছে সব অপশক্তি পরাজিত হবে। গতকাল দুপুরে মির্জা রুহুল আমীন মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সম্মেলন উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতা-কর্মীরা সকাল থেকে দলীয় কার্যালয়ে জড়ো হয়ে র্যালি নিয়ে আসেন সম্মেলনস্থলে। মির্জা ফখরুল বলেন, ‘সারা দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। কার কাছে যাবেন, যেখানে সরকার ভক্ষক! এ সরকার নতজানু সরকার। আর নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে সরকার কোনো দিন জাতিকে বিশ্ব দরবারে নিয়ে যেতে পারবে না। জেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় সদস্যসচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন প্রমুখ।