শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ধেয়ে আসছে ‘বুলবুল’ উপকূলে আতঙ্ক

বঙ্গোপসাগর থেকে ফিরে আসছে শত-শত ট্রলার

নিজস্ব প্রতিবেদক ও বাগেরহাট প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ‘বুলবুল’ নামের এই ঘূর্ণিঝড়টি আরও তীব্র গতি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসার খবরে উপকূলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুলবুলের কারণে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। আছড়ে পড়ছে বিশাল-বিশাল ঢেউ। বইছে ঝড়ো হাওয়া। এই অবস্থায় সাগরে টিকতে না পেরে সুন্দরবনসহ উপকূলের মৎস্য বন্দরে ফিরতে শুরু করেছে ফিশিং ট্রলারগুলো। আবহাওয়া দফতর সন্ধ্যা ৬টার সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, ঘূর্ণিঝড় বুলবুল মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণে, চট্টগ্রাম বন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ও পায়রা বন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়  কেন্দ্রের ৫৪ কিলোমিটারের  মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও তীব্র হয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি  থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বাগেরহাট জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন বলেন, ৩০ অক্টোবর অবরোধ শেষে বঙ্গোপসাগরে মাছ ধরতে থাকা শত শত ফিশিং ট্রলার বিশাল-বিশাল ঢেউ ও বইতে থাকা ঝড়ো হাওয়ায় টিকতে না পেরে বিকাল থেকে উপকূলের মৎস্য বন্দরে ফিরতে শুরু করেছে। গোটা উপকূলজুড়ে ঘূর্ণিঝড় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ খবর