মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
বেশি টার্গেট নারী গ্রাহকরা

সিলেটে ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে প্রতারকরা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেটে একের পর এক প্রতারণার শিকার হচ্ছেন ডাচ্-বাংলা ব্যাংকের গ্রাহকরা। গ্রাহকদের হিসাব থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্র। প্রতারকদের মূল টার্গেট ব্যাংকের নারী গ্রাহকরা। প্রতারণার মাধ্যমে এটিএম কার্ডের পিন হাতিয়ে নিয়ে একাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে ওই চক্র। টাকা খোয়া যাওয়ার পর ব্যাংকে গিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না গ্রাহকরা। প্রতারণার ঘটনায় আদালতে এক নারী গ্রাহক মামলাও করেছেন। গত ৬ নভেম্বর সিলেট নগরীর সোনারপাড়ার খাইরুননেছা নামের এক গ্রাহকের হিসাব থেকে ৪ লাখ ৭৯ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় ওই গ্রাহক রবিবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। একই দিন প্রতারণার শিকার হন ডাচ্-বাংলা ব্যাংকের ওই শাখার আরেক নারী গ্রাহক। ৭ নভেম্বর ব্যাংকের একটি শাখার মাছুমা নামের আরেক গ্রাহকের হিসাব থেকে একইভাবে তুলে নেওয়া হয় ৫০ হাজার টাকা। প্রতারিত গ্রাহকদের সন্দেহ এই প্রতারক চক্রের সঙ্গে ব্যাংকের কর্মকর্তারাও জড়িত থাকতে পারেন। তা না হলে গ্রাহকের লেনদেনের তথ্য প্রতারকরা পাওয়ার কথা নয় বলে দাবি তাদের। এদিকে, প্রতারকদের ব্যবহৃত মোবাইল নাম্বারে (০১৮৪১-৩৪৮৪৪৭) ফোন দেওয়া হলে স্বয়ংক্রিয়ভাবে নারীকন্ঠে বাজতে থাকে ‘ডাচ বাংলা কাস্টমার কেয়ারের আপনাকে স্বাগতম’। এ ব্যাপারে জানতে ডাচ বাংলা ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক মো. তাহমিদ বখত চৌধুরীর সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর