সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় বাতিঘরের ‘ঊর্ণাজাল’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় বাতিঘরের ‘ঊর্ণাজাল’

নাটকের দল বাতিঘর শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করল দলটির নিয়মিত প্রযোজনার নাটক ‘ঊর্ণাজাল’। এটি ছিল নাটকটির ২৪তম প্রদর্শনী।

গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় এই নাটকটি। বিদেশ থেকে শিক্ষাজীবন শেষ করে নিজ গ্রামে ফেরে খালেদ। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয় গ্রামবাসীর। স্কুলের জন্য রেখে যাওয়া বাবার স্বপ্নের একখ  জমিতে মাদ্রাসা গড়ে তোলে সে। অন্যদিকে, সাঁইজির আখড়ায় বেড়ে ওঠা গায়েন সয়ফুল খালেদের বাল্যবন্ধু। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে শিল্পের মনোসংযোগ থেকে বিচ্ছিন্ন হয় শিল্পী। ঘুণে কাটে একতারাটি। চোখ দান করে যাওয়া জয়নাল গাতকের জানাজা পড়ানোর দায়ে ইমামের জিভ কেটে নেয় কে বা কারা। ধর্মীয় মতবাদের আশ্রয়ে ঢুকে পড়ে অপকৌশল-কূটনীতি।

এভাবেই বিন্যস্ত হয়েছে নাটকটির কাহিনি। বাকার বকুলের রচনা ও নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দলের নিয়মিত শিল্পীরা। অন্যদিকে একই সময়ে প্রাঙ্গণেমোর আয়োজিত দুই বাংলার নাট্যমেলার তৃতীয় দিনে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় আয়োজক নাট্যদলের নাটক ‘হাছনজানের রাজা’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর