রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিজনেস সামিট ২৪ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য সামনে রেখে দিনব্যাপী ‘ফিউচারপ্রিনউর সামিট-২০২০’ আয়োজন করেছে চায়না-বাংলাদেশ বিজনেস ক্লাব। আগামী ২৪ জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ম্যারিয়ট কনভেনশন সেন্টারে এই সম্মেলনে এক্সপোর্ট, ইমপোর্ট, ট্রেডিং, ইনটেনডিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং বিষয়ে স্পেশাল ওয়ার্কশপের পাশাপাশি দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি অতিথি প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীরা অংশ নেবেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে চায়না-বাংলাদেশ বিজনেস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ক্লাবের প্রেসিডেন্ট মো. আবদুল মোমেন। উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ফেরদৌস, ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মিস ফারাহ, রাজু আলীম প্রমুখ। চিত্রনায়ক ফেরদৌস বলেন, বিদেশে বাংলাদেশি পণ্যের বিপুল চাহিদা রয়েছে। বাণিজ্যের ডিজিটালাইজেশনের মাধ্যমে আমাদের বাজার সম্প্রসারণ করতে পারি। এ জন্য আমাদের তরুণ উদ্যোক্তা গড়ে তুলতে হবে। যারা ডিজিটালাইজেশনের সুবিধাটা কাজে লাগাতে সক্ষম। ডিজিটাল উদ্যোক্তা নির্ভর সমাজ গঠনের লক্ষ্য বাস্তবায়নের জন্যই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনি সম্মেলন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

সভাপতি আবদুল মোমেন সম্মেলনের লক্ষ্য, উদ্দেশ্য তুলে ধরে বলেন, এই সম্মেলনের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করতে চাই। সরকারের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের পূর্ণ বাস্তবায়ন চাই। এ ছাড়া অভ্যন্তরীণ ও বৈদেশিক বাজারে দেশীয় পণ্যের চাহিদা তৈরি, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ, বাণিজ্যের ডিজিটালাইজেশন, শিল্পনির্ভর অর্থনীতির বিকাশ, বৈদেশিক বিনিয়োগ নিশ্চিতকরণ ও ডিজিটাল উদ্যোক্তা নির্ভর সমাজ গঠন করার উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর