শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

রাসিকে ৫ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মেয়র

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প জাতীয় নগর দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচির আওতায় নগরীতে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর চারটি ওয়ার্ডে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হবে। সকালে নগরীর ৮ নম্বর ওয়ার্ডের সিপাইপাড়ায় ফিতা কেটে এ প্রকল্পের অধীন অবকাঠামো উন্নয়নকাজের উদ্বোধন করেন মেয়র খায়রুজ্জামান লিটন। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উদ্বোধনকালে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম মাহবুবুল হক পাভেল, জোন-৩ কাউন্সিলর মুসলিমা বেগম বেলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 ৮ নম্বর ওয়ার্ডের সিপাইপাড়া সিডিসির অধীন স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন চারটি, ফুটপাথ ১৮৬ মিটার, স্লাবসহ ১০১ মিটার ড্রেন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২ হাজার ৫৮৫ টাকা।

উদ্বোধন অনুষ্ঠানে প্রকল্পের মেম্বার-সেক্রেটারি রাসিকের নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার, রাসিকের চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, ইউএনডিপির পক্ষে টাউন ম্যানেজার আবদুল কাইয়ুম মন্ডল, সিডিসি, টাউন ফেডারেশনের নেতৃবৃন্দ ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অধীনে এ কার্যক্রম ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। সর্বমোট ব্যয় ৪ কোটি ৭৫ লাখ ২ হাজার ৫৯ টাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইউএনডিপি ও ইউকেএইডের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

সর্বশেষ খবর