টানা দুই দিন বন্ধের পর স্বরূপে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার সায়াহ্ণে প্রায় সব প্যাভিলিয়ন-স্টলে ছিল শেষ বেচাকেনার হিড়িক। বাণিজ্য মেলার পর্দা নামবে আগামীকাল রাত সাড়ে ৯টায়। সূত্র জানায়, ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিন মেলা বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর সার্বিক ক্ষতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মেলার মেয়াদ বাড়ানোর প্রস্তাব করলে আগামীকাল পর্যন্ত মেলার সময় বর্ধিত করে বাণিজ্য মন্ত্রণালয়। সরেজমিন গতকাল দেখা যায়, ক্রেতা-দর্শনার্থীদের উপচেপরা ভিড়ে গমগম করছে পুরো মেলাপ্রাঙ্গণ। অংশ নেওয়া প্যাভিলিয়ন-স্টলগুলোও ক্রেতা টানতে চালিয়ে যাচ্ছে তাদের স্ব-স্ব মাইকে নানা ভঙ্গিমায় প্রতিযোগিতামূলক প্রচারণা। তবে গৃহস্থালি পণ্য, ইলেকট্রনিক্স, ফার্নিচার, প্রসাধনী সামগ্রী, খেলনা, পোশাক ও খাদ্যদ্রব্যের স্টলগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের সরব উপস্থিতির পাশাপাশি ছিল জমজমাট বেচাকেনাও। শতরঞ্জীর স্টলে ঠাকুরগাঁও থেকে আসা জাকিয়া আহম্মেদ বললেন, ‘বেশ দূরে থাকা হয়, তাই আসব আসব করে আর আসা হয়নি। আজকে এলাম। যেমনটা শুনেছিলাম তার থেকে মনে হচ্ছে মেলার শেষদিকে স্টলগুলো দাম কমই রাখছে। এখানে গ্রামীণ আবহে তৈরি নকশিকাঁথা, ম্যাট ও দরজার পর্দায় কিছুটা আকর্ষণ বোধ করলাম তাই কিনতে আসা। জমজমাট কেনাবেচা ওয়ালটন প্রিমিয়ার প্যাভিলিয়নে। ওয়ালটন প্যাভিলিয়নের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানালেন, মেলায় ওয়ালটন ফ্রিজে কাটতি বেশি। ক্রেতা চাহিদার শীর্ষে রয়েছে ৫৬৩ লিটারের টেম্পারড গ্লাস ডোরের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর।মেলা উপলক্ষে এ ফ্রিজের দুটি নতুন মডেল এসেছে যার ৬৯ হাজার ৯০০ টাকা মূল্যের ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ মডেলটি এখানে দাম মিলছে ৬২ হাজার ৯১০ টাকা ও ডিজিটাল ডিসপ্লে ছাড়া ৬৪ হাজার ৯০০ টাকা মূল্যের অন্য মডেলটি ৫৮ হাজার ৪১০ টাকা। ওয়ালটন ফ্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী গোলাম মুর্শেদ জানান, ন্যানো হেলথ কেয়ার প্রযুক্তিতে তৈরি এসব ফ্রিজে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্সড কুলিং সিস্টেম, ডায়নামিক এয়ার-ফ্লো ও অত্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী ইন্টিলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসর যা বিশ্ব স্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর৬০০এ রেফ্রিজারেন্ট।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
পর্দা নামবে কাল
বন্ধের পর জমজমাট বাণিজ্য মেলা
ওলী আহম্মেদ, শেকৃবি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর