টানা দুই দিন বন্ধের পর স্বরূপে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার সায়াহ্ণে প্রায় সব প্যাভিলিয়ন-স্টলে ছিল শেষ বেচাকেনার হিড়িক। বাণিজ্য মেলার পর্দা নামবে আগামীকাল রাত সাড়ে ৯টায়। সূত্র জানায়, ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিন মেলা বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর সার্বিক ক্ষতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মেলার মেয়াদ বাড়ানোর প্রস্তাব করলে আগামীকাল পর্যন্ত মেলার সময় বর্ধিত করে বাণিজ্য মন্ত্রণালয়। সরেজমিন গতকাল দেখা যায়, ক্রেতা-দর্শনার্থীদের উপচেপরা ভিড়ে গমগম করছে পুরো মেলাপ্রাঙ্গণ। অংশ নেওয়া প্যাভিলিয়ন-স্টলগুলোও ক্রেতা টানতে চালিয়ে যাচ্ছে তাদের স্ব-স্ব মাইকে নানা ভঙ্গিমায় প্রতিযোগিতামূলক প্রচারণা। তবে গৃহস্থালি পণ্য, ইলেকট্রনিক্স, ফার্নিচার, প্রসাধনী সামগ্রী, খেলনা, পোশাক ও খাদ্যদ্রব্যের স্টলগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের সরব উপস্থিতির পাশাপাশি ছিল জমজমাট বেচাকেনাও। শতরঞ্জীর স্টলে ঠাকুরগাঁও থেকে আসা জাকিয়া আহম্মেদ বললেন, ‘বেশ দূরে থাকা হয়, তাই আসব আসব করে আর আসা হয়নি। আজকে এলাম। যেমনটা শুনেছিলাম তার থেকে মনে হচ্ছে মেলার শেষদিকে স্টলগুলো দাম কমই রাখছে। এখানে গ্রামীণ আবহে তৈরি নকশিকাঁথা, ম্যাট ও দরজার পর্দায় কিছুটা আকর্ষণ বোধ করলাম তাই কিনতে আসা। জমজমাট কেনাবেচা ওয়ালটন প্রিমিয়ার প্যাভিলিয়নে। ওয়ালটন প্যাভিলিয়নের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানালেন, মেলায় ওয়ালটন ফ্রিজে কাটতি বেশি। ক্রেতা চাহিদার শীর্ষে রয়েছে ৫৬৩ লিটারের টেম্পারড গ্লাস ডোরের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর।মেলা উপলক্ষে এ ফ্রিজের দুটি নতুন মডেল এসেছে যার ৬৯ হাজার ৯০০ টাকা মূল্যের ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ মডেলটি এখানে দাম মিলছে ৬২ হাজার ৯১০ টাকা ও ডিজিটাল ডিসপ্লে ছাড়া ৬৪ হাজার ৯০০ টাকা মূল্যের অন্য মডেলটি ৫৮ হাজার ৪১০ টাকা। ওয়ালটন ফ্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী গোলাম মুর্শেদ জানান, ন্যানো হেলথ কেয়ার প্রযুক্তিতে তৈরি এসব ফ্রিজে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্সড কুলিং সিস্টেম, ডায়নামিক এয়ার-ফ্লো ও অত্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী ইন্টিলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসর যা বিশ্ব স্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর৬০০এ রেফ্রিজারেন্ট।
শিরোনাম
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা