সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

৬৪ জেলা রেল যোগাযোগের আওতায় আসবে : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘প্রধানমন্ত্রীর কয়েকটি মেগা প্রকল্পের মধ্যে কক্সবাজার রেলপ্রকল্পও একটি’ উল্লেখ করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, দেশের ৬৪ জেলা রেল যোগাযোগের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশেই ঢাকায় মেট্রোরেল ও ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালুর কাজ চলছে। রেল ব্যবস্থাপনাকে যুগোপযোগী করার জন্য সব রকমের উদ্যোগ নিয়েছেন তিনি। গতকাল নগরীর পলোগ্রাউন্ড মাঠে রেলওয়ের ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।     মন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে আখাউড়া হয়ে লাকসাম ও টঙ্গী পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। এ কাজ শেষ হলে রেলে এ রুটে বৈপ্লবিক পরিবর্তন হবে। চট্টগ্রাম থেকে ঢাকা খুব কম সময়ে যাওয়া যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর