সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পাকিস্তানপন্থিদের রাজনীতির মাঠ থেকে বিদায় করতে হবে

রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় গতকাল সরকারি দল ও তাদের শরিক দলের সিনিয়র নেতারা বিএনপিকে অস্বাভাবিক রাজনীতির পথ ছেড়ে স্বাভাবিক রাজনীতির পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। ঢাকা সিটি নির্বাচনের ফলাফলের উল্লেখ করে তারা বলেন, অগ্নিসন্ত্রাসী-গ্রেনেড হামলাকারী-সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠীর পৃষ্ঠপোষক বিএনপিকে দেশের জনগণ আবারও প্রত্যাখ্যান করেছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের আলোচনায় অংশ নেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, আওয়ামী লীগের ইকবাল হোসেন অপু, সুবর্ণা মোস্তফা, রতœা আহমেদ, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন,  আদিবা আনজুম মিতা ও গ্লোরিয়া ঝর্ণা সরকার।

হাসানুল হক ইনু বলেছেন, পাকিস্তানপন্থির রাজনীতি তথা সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গিবাদী-সন্ত্রাসবাদী রাজনীতি ও তাদের পৃষ্ঠপোষক জামায়াত-বিএনপিকে রাজনীতির মাঠ থেকে চিরতরে বিদায় করতে হবে। এদের প্রতি ন্যূনতম ছাড় ও নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক-জঙ্গিবাদ-মৌলবাদ উৎপাদন পুনরুৎপাদনের কারখানা। অশান্তি উৎপাদন-পুনরুৎপাদনের কারখানা চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে। সারা দেশে ওয়াজের নামে রাজনৈতিক মোল্লারা যুদ্ধাপরাধের দায়ে দন্ডিত কারাবন্দী দেলাওয়ার হোসেন সাঈদীর মুক্তি দাবি করছে। তিনি নারীবিদ্বেষী ওয়াজ মাহফিল বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দাবি জানান। মুহাম্মদ ফারুক খান বলেন, পিতা বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, কন্যা শেখ হাসিনা দিচ্ছেন দেশের অর্থনৈতিক মুক্তি। যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। তিনি বলেন, বিএনপি একদিকে বলে অবৈধ সরকার, অন্যদিকে সংসদে বসে সব সুযোগ-সুবিধা গ্রহণ করছে। বিএনপির উচিত বিদেশিদের কাছে মিথ্যা নালিশ না করে অতীত কৃতকর্মের জন্য দুঃখপ্রকাশ করে জনগণের কাছে যাওয়া। ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, গুম-খুন-দুর্নীতির কারণে বিএনপি এখন অভিশপ্ত দলে পরিণত করেছে। সুবর্ণা মোস্তফা বলেন, মুজিববর্ষে সংসদে বসে যারা বঙ্গবন্ধুকে খাটো করার দুঃসাহস দেখায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। নারী ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর