শিরোনাম
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

লড়াই ছাড়া অধিকার আদায় হয় না

-রেহমান সোবহান

নিজস্ব প্রতিবেদক

সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির চেয়ার অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিল এদেশের শ্রমিক-কৃষক মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শ্রমিকদের মালিকানার অংশীদার করা হবে। একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা হবে। কিন্তু তা হয়নি সুতরাং শ্রমিক শ্রেণিকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম বেগবান করতে হবে। লড়াই ছাড়া মানুষ কখনো কোনো অধিকার আদায় করতে পারেনি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রেহমান সোবহান বলেন, বাংলাদেশের শ্রমিক আন্দোলন ও বামপন্থি আন্দোলনে ট্রেড ইউনিয়ন  কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী দিনেও ট্রেড ইউনিয়ন কেন্দ্রকে সেই ঐতিহাসিক আদর্শগত দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, প্রবীণ শ্রমিক নেতা লুৎফর রহমান, চপল বাশার, সহ-সভাপতি মাহাবুব আলম, সহ সভাপতি তপন দত্ত, সহ-সভাপতি আ. রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আ. মালেক, দফতর সম্পাদক সাহিদা পারভীন শিখা, অর্থ সম্পাদক কাজী মো. রুহুল আমিন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর