বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শিল্পকলার জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলার জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী

দেশে শিল্প-সংস্কৃতির আঁতুড়ঘর শিল্পকলা একাডেমি। সংস্কৃতি চর্চা বেগবান করতে ও এর বিকাশে ১৯৭৪ সাল থেকে কাজ করে আসছে সৃজনশীল এ প্রতিষ্ঠানটি। গতকাল ছিল প্রতিষ্ঠানটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৭৪ সালের এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তরিকতা ও প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি পথচলা শুরু করে। নাচ, গান, আবৃত্তি, প্রদর্শনীসহ নানা বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে     সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ এ প্রতিষ্ঠানটি। বিকাল সাড়ে ৫টায় একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ এ আয়োজন।

একাডেমির শিল্পীদের অ্যাক্রোবেটিক প্রদর্শন ও বাউল দলের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অসিম কুমার উকিল। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সচিব মো. বদরুল আনাম ভূঁইয়া। আলোচনা-পরবর্তী সাংস্কৃতিক পর্বে একক সংগীত পরিবেশন করেন রোকসানা আক্তার রূপসা, সূচিত্রা রানি সূত্রধর, হিমাদ্রী শেখর ও সোহানুর রহমান। জনপ্রিয় ব্যান্ডদল ‘স্পন্দন’-এর সুরের মূর্চ্ছনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন শেষ হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর