বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

গুজব নয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে

-তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আতঙ্কিত হওয়া বা গুজবে কান দিলে চলবে না। স্বাস্থ্যবিধি সতর্কভাবে মেনে চলতে হবে। তাহলে আমরা দ্রুতই করোনাভাইরাস থেকে পরিত্রাণ পাব। গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে করোনা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রতিরোধক উপকরণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দীর সভাপতিত্বে উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

হাছান মাহমুদ বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে। নাগরিক সচেতনতাই পারে এই ভাইরাস থেকে মুক্ত রাখতে। সে কারণে যারা সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন তারা হোম কোয়ারেন্টাইন মেনে চলুন। পরিবারের সদস্য ও প্রতিবেশীকে নিরাপদ রাখুন। 

করোনাভাইসার নিয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি কাজ করছে জানিয়ে ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, মানুষ মানুষের জন্য। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। এ জন্যই আমরা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

সর্বশেষ খবর