বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করুন : এলডিপি

নিজস্ব প্রতিবেদক

দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। গতকাল এলডিপি একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে এলডিপি নেতারা বলেন, করোনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়তে শুরু করেছে। নির্ধারিত বেতনের চাকরিজীবী ও মুদি  দোকানি ছাড়া অন্যদের আয় কমে যাচ্ছে। করোনায় একের পর এক মৃত্যুর খবর ও আক্রান্তের খবর প্রকাশের পরই আত্মরক্ষার পথ খুঁজে নিচ্ছে মানুষ। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। এরই মধ্যে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে। ফলে রাজধানীর রাস্তাঘাট প্রায় ফাঁকা। অনেক ক্ষেত্রেই পরিস্থিতি আরও খারাপ। অন্যদিকে নানা গুজবের কারণে, নানা আশঙ্কায় চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপণ্য মজুদ বাড়িয়েছে অনেক পরিবার। বাজারে নিত্যপণ্যসহ সবকিছুরই দাম ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় ঢাকাসহ সারা দেশের নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের অর্থনৈতিক সুরক্ষার প্রশ্নটি গুরুত্ব সহকারে সামনে চলে এসেছে। আয় বন্ধ হওয়া বা কমে যাওয়া অতি সাধারণ দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তার যাতে সমস্যা না হয় সেজন্য সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর