শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

থামছেই না ভেজাল পণ্যের উৎপাদন ও বাজারজাত

রংপুর

নিজস্ব প্রতিবেদক, রংপুর

করোনা দুর্যোগেও রংপুরে কিছুতেই থামানো যাচ্ছে না ভেজাল পণ্যের উৎপাদন ও বাজারজাত। ঈদকে সামনে রেখে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ভেজাল খাদ্য ও প্রসাধনী পণ্যের ব্যবসা চালিয়ে যাচ্ছে। গতকাল দুপুরে মহানগর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ভেজাল লাচ্ছা সেমাইসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে। এ সময় প্রস্তুতকারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মহানগর ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নগরীর তাজহাট এলাকায় দিপু ফুড প্রডাক্ট নামে এক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখান থেকে বিপুল পরিমাণ লাচ্ছা সেমাই, চানাচুরসহ অন্যান্য নকল ও ভেজাল খাদ্যপণ্য জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক কামরুল হাসান চৌধুরীর স্ত্রী মাসুদা আক্তার পলিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ। এর আগে নগরীর খাসবাগ এলাকার ময়েন উদ্দিনের পুত্র মিথুন সরকার এক বছরের বেশি সময় ধরে নকল প্রসাধনী তৈরি করে বাজারজাত করে আসছিল। গত ১১ এপ্রিল বিকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মিথুন সরকারের বাসা ও ভাড়া গোডাউনে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের পাউডার, ভ্যাসলিন, ফেসওয়াস, আতরসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন আদালতের বিচারক জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

সর্বশেষ খবর