শনিবার, ২৩ মে, ২০২০ ০০:০০ টা

করোনায় সাবেক এমপি কামরুন্নাহার পুতুল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

করোনায় সাবেক এমপি কামরুন্নাহার পুতুল মারা গেছেন

সাবেক সংসদ সদস্য বেগম কামরুন্নাহার পুতুল (৬৫) করোনায় ভুগে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বগুড়ায় করোনায় এটাই প্রথম মৃত্যু। বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী জানান, পুতুল বৃহস্পতিবার রাত ১১টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিন দিন ধরে বগুড়া শহরের শিববাটি এলাকায় নিজ বাসভবনে জ¦র, ডায়রিয়া ও খাবার অরুচিতে ভুগছিলেন। তার বাড়িটি লকডাউন করা হয়েছে। পারিবারিকসূত্রে জানা গেছে, কামরুন্নাহার পুতুল আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য মরহুম মোস্তাফিজার রহমান পটলের স্ত্রী। ১৯৯৬ সালে কামরুন্নাহার পুতুল বগুড়া-জয়পুরহাট জেলার সংরক্ষিত (নারী) আসনে সংসদ সদস্য মনোনীত হন। তার স্বামী পটল ১৯৭৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বগুড়ার গাবতলী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। পুতুল এমপি হওয়ার আগে রূপালী ব্যাংকে চাকরি করতেন। জানা গেছে, পুতুল কদিন আগে তাঁর অসুস্থ ছেলেকে দেখতে ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। গতকাল দুপুরে নামাজে জানাজার পর তাঁর লাশ বগুড়া শহরের নামাজগড় কবরস্থানে দাফন করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর