বুধবার, ৩ জুন, ২০২০ ০০:০০ টা
খুলনা

আবাসন সংকটে করোনা চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা আবাসন সংকটে ভুগছেন। গত দুই দিন ধরে তাদের জন্য নির্ধারিত হোটেলগুলোতে প্রবেশে বাধা দিচ্ছে হোটেল কর্তৃপক্ষ। এ ঘটনায় চিকিৎসকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে গতকাল দুপুরে খুলনা জেলা প্রশাসকের সঙ্গে করোনা ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আলাদা সাব-কমিটি করে হোটেলের বিল পরিশোধের বিষয়ে আলোচনার সিদ্ধান্ত হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সি মো. রেজা সেকেন্দার বলেন, করোনা হাসপাতালে দায়িত্ব পালনের পর কোয়ারেন্টাইনের জন্য হোটেল মিলিনিয়াম, রয়েল হোটেল ও সিএসএস আভা সেন্টারে চিকিৎসক-স্বাস্থ্যকর্র্মীদের থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু গত দুই দিন ধরে হোটেল কর্তৃপক্ষ চিকিৎসকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন। সোমবার রাতে নগরীর মজিদ সরণিতে হোটেল মিলিনিয়ামে চিকিৎসকদের ঢুকতে দেয়নি হোটেল কর্তৃপক্ষ। এ সময় তারা হোটেলের প্রধান ফটক তালাবদ্ধ করে রাখে। প্রায় আড়াই ঘণ্টা হোটেলের বাইরে অবস্থানের পর চিকিৎসকদের নগরীর কেডি ঘোষ রোডে হোটেল অ্যাম্বাসেডরে নেওয়া হয়। খুলনা জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহম্মেদ বলেন, জেলা প্রশাসনের মধ্যস্ততায় এসব হোটেল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। ওই সময় হোটেলে বিল প্রদানের বিষয়ে কোনো আলোচনা হয়নি। এখন হোটেল কর্তৃপক্ষ চিকিৎসকদের কাছে বিল দাবি করছে। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, ‘দর কষাকষি করে হোটেলগুলো ব্যবহারের কথা বলা হয়েছে।

এ ক্ষেত্রে গঠিত সাব-কমিটি দ্রুতই হোটেল মালিকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন।’

সর্বশেষ খবর