মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা
করোনা ভাইরাস

স্বাস্থ্যবিধি মানছে না কেউ রংপুরে বাড়ছে সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

স্বাস্থ্যবিধি মানছে না কেউ রংপুরে বাড়ছে সংক্রমণ

রংপুরে জনজীবনে স্বাভাবিক গতি ফিরে আসতে শুরু করার সঙ্গে সঙ্গে বেড়েছে স্বাস্থ্যবিধি ভঙ্গ। আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বিভাগে ৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হলেও শুধু রংপুর জেলাতেই আক্রান্ত হয়েছেন ২ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৩৩ জনের। গতকাল রমেক ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন রবিবার একই সংখ্যক নমুনা পরীক্ষা করে ৪৪ জন, শনিবার ৬১ জন এবং শুক্রবার ৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর আগে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ জনের দেহে করোনা শনাক্ত হতো। হঠাৎ করে রংপুরে শনাক্তের হার বেড়ে যাওয়ার কারণ হিসেবে মনে করা হচ্ছে, জনগণ ঠিকমতো স্বাস্থ্যবিধি মানছে না। ঈদুল আজহা এবং কোরবানির হাটে মানুষজনের অবাধ বিচরণও এর জন্য দায়ী। গতকাল দুপুরের নগরীর জাহাজ কোম্পানির মোড়, কাচারি বাজার, ধাপ এলাকা ঘুরে দেখা গেছে অনেকের মুখেই মাস্ক নেই। আবার কারও কারও মাস্ক নাকের নিচে। অধিকাংশ  ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি না মেনেই কেনাবেচা চলছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান রাত ১২টা পর্যন্ত খোলা থাকছে। জেলা সুজনের সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী রংপুর বিভাগে করোনা সংক্রমণের হার কম। কিন্তু মানুষজন যেভাবে চলাফেরা করছে তাতে শনাক্তের হার বেড়ে যাওয়াই স্বাভাবিক। তিনি মাস্ক পরতে বাধ্য করার জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করার তাগিদ দেন।

সিভিল সার্জন ডা. হিরন্ব কুমার রায় বলেন, সম্প্রতি সংক্রমণের হার কিছুটা বাড়লেও অন্যান্য জেলার চেয়ে ভালো রয়েছে রংপুর। তিনি করোনা সংক্রমণ রোধে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর