নগরের কার্যক্রম পরিচালনায় চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) ছয়জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নিয়োগের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। গতকাল এ সংক্রান্ত নির্দেশনা চসিকে পাঠানো হয়। জানা যায়, গত ৫ আগস্ট চসিকের পঞ্চম নির্বাচিত পরিষদের মেয়র ও কাউন্সিলরের মেয়াদ শেষ হয়। ৬ আগস্ট নগর আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজনকে প্রশাসক নিয়োগ দেয় সরকার। কিন্তু কাউন্সিলর পদের সহায়ক পরিষদ গঠন হয়নি। পরে মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশে নাগরিক সেবামূলক কার্যক্রম পরিচালনায় উপ-সচিব মর্যাদার তিন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। তবে এমন অবস্থায় নাগরিকদের সেবায় চসিকে ছয় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নিয়োগের নির্দেশ দেয় মন্ত্রণালয়। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, ‘চসিকে ছয়জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নিয়োগের বিষয়টি অনেক আগের। এ ব্যাপারে ছয়জন কর্মকর্তা চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠিও লিখেছিলাম। গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আবারও ছয়জন আঞ্চলিক কর্মকর্তা পদায়নের জন্য নির্দেশ দেওয়া হয়।’ তিনি বলেন, ‘নতুন প্রশাসক নিয়োগ দেওয়ার পর নাগরিক সেবা প্রদানে সহায়ক পরিষদ গঠন করার কথা ছিল। কিন্তু এ পরিষদ গঠন করা হয়নি। তাই নাগরিক সেবা প্রদান সহজ ও দ্রুত করতে আঞ্চলিক কর্মকর্তা নিয়োগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’ জানা যায়, ৬ আগস্ট নতুন প্রশাসক নিয়োগের পর সহায়ক পরিষদ গঠন না করায় নাগরিকত্ব সনদ, ওয়ারিশান সনদ জন্ম-মৃত্যু নিবন্ধন সনদ প্রাপ্তিতে জনগণকে ভোগান্তিতে পড়তে হয়। এ নিয়ে তৈরি হয় নানা সমালোচনা। পরে নাগরিক সনদ প্রদানে তিন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে নগরের উন্নয়ন কাজেও তৈরি হয় নানা জটিলতা। তাই এ সব জটিলতা নিরসনে স্থানীয় সরকার মন্ত্রণালয় ছয়জনকে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য বলা হয়।
শিরোনাম
- মোহাম্মদপুরে পুলিশের সাড়াশি অভিযানে গ্রেফতার ৬
- সহায়তা পেতে সেনা ক্যাম্পের হালনাগাদ যোগাযোগ নম্বর প্রকাশ
- শ্রীমঙ্গলে সীমান্ত পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা
- ভারত-পাকিস্তানের প্রথম সেনা বৈঠকে যে সিদ্ধান্ত হলো
- আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ, ৩ জেলেকে অপহরণ
- রোনালদোকে ছাড়াই আল নাসরের গোলের ইতিহাস
- মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে
- সারাদেশে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ
- প্রথম সফরে ট্রাম্প মধ্যপ্রাচ্যের ৩ দেশে গেলেও যাবেন না ইসরায়েল
- ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকিতে যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত-পাকিস্তান
- পাইলটের সাহস না থাকলে রাফাল যুদ্ধবিমান দিয়েও কিছু হবে না: পাকিস্তান
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাসিরনগরে দোয়া মাহফিল
- কুমিল্লায় সেবা মূল্য ৫ গুণ বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত
- ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো’ আগামী অক্টোবরে
- জামায়াতে ইসলামীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
- গরমে ত্বকের যত্নে মুলতানি মাটি
- বিশ্বকে পথ দেখাল সশস্ত্র বাহিনী
- গরমে তালের শাঁস খাওয়া কেন উপকারী
- শেষ মার্কিন জিম্মিকে মুক্তি দিয়ে ট্রাম্পের প্রতি যে আহ্বান জানাল হামাস
- ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র
চসিকে ছয় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নিয়োগের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর