মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছেন ইমদাদুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছেন ইমদাদুল হক মিলন

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৮ ঘোষণা করা হয়েছে। সেরা লেখক হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তিনি কালের কণ্ঠ সম্পাদক ও ইডাব্লিউএমজিএল-এর পরিচালক। ‘মায়ানগর’ উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার পাচ্ছেন। পুরস্কারপ্রাপ্ত অপর লেখক হচ্ছেন গবেষক গোলাম মুরশিদ। তাঁকে ‘বিদ্রোহী রণক্লান্ত নজরুল-জীবনী’ গ্রন্থের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। সাহিত্য পুরস্কারের সঙ্গে আইএফআইসি ব্যাংক সংস্কৃতিরত্ন সম্মাননা ২০২০-এর নামও ঘোষণা করা হয়েছে। সংস্কৃতি ক্ষেত্রে আজীবন অবদানের জন্য এ সম্মাননা পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। গতকাল আইএফআইসি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এবারও আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে নির্বাচিত প্রতি লেখককে ৫ লাখ টাকা, সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে। ‘আইএফআইসি ব্যাংক সৃজনশীল সাহিত্যের সহযাত্রী’- স্লোগান নিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সৃজনশীল সাহিত্যকে উৎসাহিত করার লক্ষ্যে ২০১১ সাল থেকে এই সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে। অর্থমূল্যে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর