মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সরকার জঙ্গি দমনে সচেষ্ট : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ক্ষমতায় আসার পর থেকেই বর্তমান সরকার জঙ্গি দমনে সচেষ্ট রয়েছে। বিভিন্ন সময় জঙ্গিদের আটক করা হচ্ছে। তাদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। তবে পুরোপুরি নির্মূল করা যায়নি। এখনো সুযোগ পেলে তারা মাথাচাড়া দিয়ে ওঠে। গতকাল চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের করোনা ব্লক উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক ও ইম্পেরিয়াল হাসপাতালের বোর্ড অব ডাইরেক্টরস সদস্য এম এ মালেক, বোর্ড সদস্য ডা. রবিউল হোসেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন বিভিন্নভাবে জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। এখনো দিচ্ছে। জঙ্গিরা এখনো তাদের জোটে রয়েছে। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না পেলে জঙ্গি দমন পুরোপুরোভাবে সম্ভব হতো। তিনি বলেন, ২০০৫ সালের ক্ষমতাসীন সরকারের সমর্থনে জঙ্গিরা দেশব্যাপী শাখা-প্রশাখা বিস্তার করেছিল। শক্তি অর্জন করেছিল। সে শক্তির মহড়া তারা দিয়েছে ২০০৫ সালের আজকের দিনে ৬৩ জেলায় একযোগে বোমা হামলা করে। এর মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপক ক্ষুণ্ন হয়েছে। 

ড. হাছান মাহমুদ বলেন, করোনার শুরুতে চট্টগ্রামে চিকিৎসা ব্যবস্থায় কিছুটা সংকট ছিল। এখন সংকট পুরোপুরি কেটে গেছে। সরকারের পাশাপাশি বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসায় করোনা চিকিৎসা সহজতর হয়েছে। বর্তমানে আইসিইউ বেড ও জেনারেল বেড অর্ধেকের মতো খালি রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর