মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা
কর্তৃপক্ষ দায় চাপাচ্ছে গণপূর্তের ওপর

বরিশাল শেবাচিম হাসপাতালে পানি সংকট চরমে

রাহাত খান, বরিশাল

পানি সংকটে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) হাজারো রোগী ও তাদের স্বজনরা দারুণ কষ্টে রয়েছেন। টয়লেট-বাথরুম, গোসল, কাপড় ধোয়া এবং খাওয়ার জন্য পানি পাচ্ছেন না তারা। হাসপাতালের পানি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সেলিম তালুকদার বলেন, হাসপাতাল প্রতিষ্ঠার সময় স্থাপন করা দুটি টিউবওয়েল থেকে রোগী ও স্বজনদের পানি সরবরাহ করা হয়ে থাকে। ইদানীং একটি টিউবওয়েল থেকে ঘোলা ও লবণযুক্ত পানি উঠছে। নতুন টিউবওয়েল স্থাপনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। হাসপাতালের রোগীরা জানান, গত ররিবার রাতে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পানি সরবরাহ বন্ধ করে দেওয়ায় বেকায়দায় পড়েন তারা। টয়লেট, বাথরুম, গোসল, কাপড় ধোয়া এবং খাওয়ার পানি নিয়ে তারা সমস্যায় পড়েন। বাধ্য হয়ে বাইরের দূর-দূরান্তের টিউবওয়েল থেকে, আবার কেউ বোতলজাত পানি কিনে সাময়িক প্রয়োজন মেটালেও সার্বিকভাবে পানি সংকটে রয়েছেন হাজারো রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালে দায়িত্ব পালনকারী কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. নাজমূল হুদা জানান, রবিবার রাত থেকে পানি সরবরাহ না থাকায় হাজার হাজার রোগী ও তাদের স্বজনরা অবর্ণনীয় দুর্দশার মধ্যে পড়েছেন। গতকাল দুপুরে কিছু সময়ের জন্য পানি সরবরাহ চালু হলেও সরবরাহ করা পানি লালচে নোংরা এবং লবণযুক্ত। ওই পানি খাওয়া এবং ব্যবহার উপযোগী নয়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।  শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, হাসপাতালের অবকাঠামো ব্যবস্থাপনা ও পানি সরবরাহের দায়িত্ব গণপূর্ত বিভাগের। পানি সংকটের বিষয়ে তারা নানা অজুহাত দেখাচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর