নারায়ণগঞ্জ সদর থানার সাবেক ওসি কামরুল ইসলাম এক সপ্তাহ ধরে মাদক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জেলা কারাগারে বন্দী রয়েছেন। তবে এ তথ্য গোপন রাখার চেষ্টা করেছেন নারায়ণগঞ্জ কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান। সাংবাদিকরা এ বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করলে, কোর্ট ইন্সপেক্টর রোল কল ডেকে কোর্টের দায়িত্বে থাকা সব পুলিশকে সতর্ক করে দেন- যেন কোনো অবস্থাতেই কামরুল ইসলামের কারাগারে থাকার বিষয়টি প্রকাশ না পায়। তবে শেষ পর্যন্ত এ খবর গোপন রাখা যায়নি। গতকাল রাতে কামরুল ইসলামের কারাগারে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলসুপার মো. মাহবুবুল আলম। জেল সুপার ছাড়াও নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম গতকাল রাত ৮টায় জানান, সাবেক ওসি কামরুল ইসলাম মাদক মামলায় জামিন চেয়ে গত ২২ অক্টোবর আদালতে আবেদন করেছিলেন, আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়েছে। তারপর থেকে তিনি কারাগারে আছেন। আদালত সূত্রে জানা গেছে, কঠোর গোপনীয়তায় গত ২২ অক্টোবর নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন কামরুল ইসলাম। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। এরপর সপ্তাহব্যাপী কামরুল নারায়ণগঞ্জ কারাগারে রয়েছেন। তবে এ তথ্য গোপন রাখার চেষ্টা করেন কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান। গণমাধ্যমকর্মীরা তার মুঠোফোনে বারবার চেষ্টা করলেও তিনি তথ্য দেননি। পরে আদালতের দায়িত্বে থাকা একাধিক পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ করলে তারাও বলেন, ‘এমন ঘটনা আমাদের জানা নেই।’
শিরোনাম
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
নারায়ণগঞ্জ থানার সাবেক ওসি মাদক মামলায় কারাগারে
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর