শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নারায়ণগঞ্জ থানার সাবেক ওসি মাদক মামলায় কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর থানার সাবেক ওসি কামরুল ইসলাম এক সপ্তাহ ধরে মাদক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জেলা কারাগারে বন্দী রয়েছেন। তবে এ তথ্য গোপন রাখার চেষ্টা করেছেন নারায়ণগঞ্জ কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান।  সাংবাদিকরা এ বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করলে, কোর্ট ইন্সপেক্টর রোল কল ডেকে কোর্টের দায়িত্বে থাকা সব পুলিশকে সতর্ক করে দেন- যেন কোনো অবস্থাতেই কামরুল ইসলামের কারাগারে থাকার বিষয়টি প্রকাশ না পায়। তবে শেষ পর্যন্ত এ খবর গোপন রাখা যায়নি। গতকাল রাতে কামরুল ইসলামের কারাগারে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলসুপার মো. মাহবুবুল আলম। জেল সুপার ছাড়াও নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম গতকাল রাত ৮টায় জানান, সাবেক ওসি কামরুল ইসলাম মাদক মামলায় জামিন চেয়ে গত ২২ অক্টোবর আদালতে আবেদন করেছিলেন, আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়েছে। তারপর থেকে তিনি কারাগারে আছেন। আদালত সূত্রে জানা গেছে, কঠোর গোপনীয়তায় গত ২২ অক্টোবর নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন কামরুল ইসলাম। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। এরপর সপ্তাহব্যাপী কামরুল নারায়ণগঞ্জ কারাগারে রয়েছেন। তবে এ তথ্য গোপন রাখার চেষ্টা করেন কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান। গণমাধ্যমকর্মীরা তার মুঠোফোনে বারবার চেষ্টা করলেও তিনি তথ্য দেননি। পরে আদালতের দায়িত্বে থাকা একাধিক পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ করলে তারাও বলেন, ‘এমন ঘটনা আমাদের জানা নেই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর