শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

স্কুলপর্যায়ে প্রজনন স্বাস্থ্য শিক্ষার প্রসার জরুরি

কালের কণ্ঠ-ডিএসকে ইউবিআর ওয়েবিনার

নিজস্ব প্রতিবেদক

‘নতুন প্রজন্মের সুন্দর ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে স্কুলপর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষার আরও প্রসার দরকার। একই সঙ্গে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এ বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সামাজিক প্রতিবন্ধকতা দূর করতে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।’ গতকাল ইউনাইট ফর বডি রাইটস ও কিংডম অব দ্য নেদারল্যান্ডস-এর সহযোগিতায় কালের কণ্ঠ ও দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের-ডিএসকের আয়োজনে ‘যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষায় সার্বিক স্কুল ব্যবস্থাপনা’ শীর্ষক ওয়েবিনারে অতিথিরা এই অভিমত তুলে ধরেন। ওয়েবিনারের প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, যৌন ও প্রজনন স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুস্থ জীবনের জন্য প্রত্যেকের বিষয়গুলো জানা প্রয়োজন। আমাদের বইয়ে বিষয়গুলো আছে, কিন্তু শিক্ষকরা পড়াতেন না। এ বিষয়ে প্রশিক্ষণ দিয়েও তেমন কাজ হয়নি। সচেতনতা প্রয়োজন। ‘জেনারেশন ব্রেক থ্রুতে আমরা নয়টি জেলায় কাজ করেছি। এখন     সারা দেশে যৌন ও প্রজননস্বাস্থ্য এবং অধিকার (এসআরএইচআর) নিয়ে কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছি। ডিএসকে-এর নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ বলেন, সমাজে বাল্যবিবাহ অনেক বড় একটা সমস্যা। এর ফলে মাতৃমৃত্যুর হার কাক্সিক্ষত পর্যায়ে কমছে না। বাল্যবিবাহ হওয়া কিশোরীদের প্রসবজনিত জটিলতা থেকে যাচ্ছে। তারা মৃত্যুমুখে পতিত হচ্ছে।

কালের কণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার তৌফিক মারুফের সঞ্চালনায় ওয়েবিনারে আরও বক্তব্য দেন এনসিটিবি’র সদস্য (কারিকুলাম) অধ্যাপক মো. মশিউজ্জামান, ইউনিসেফের এডুকেশন স্পেশালিস্ট মো. ইকবাল হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর