‘যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে তাদের কোনো দিন ছাড় দেওয়া হবে না।’ কুষ্টিয়ায় পাঁচ রাস্তার মোড়ে সোমবার অনুষ্ঠিত সমাবেশে এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নেতৃবৃন্দ। সোমবার বিকাল সাড়ে ৩টায় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভেঙে ফেলা ভাস্কর্যের সামনে এ প্রতিবাদ সমাবেশ হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের এমপি সরোয়ার জাহান বাদশা, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিএফইউজের কোষাধ্যক্ষ দীপ আজাদ, দফতর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সায়েদুজ্জামান সম্রাট, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মোরাদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা মানে পুরো দেশের ওপর ও সংবিধানের ওপর এ হামলা। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের সরকারের কাছে আমাদের দাবি সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যাতে কেউ এ ধরনের কাজ আগামীতে না করতে পারে। তারা বলেন, এদেশে জাতির জনকের ভাস্কর্যকে যারা অবমাননা করেছে তাদের কোনো দিন ছাড় দেওয়া হবে না। এদেশে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, তাঁর ভাস্কর্যে যারা হাত দিয়েছে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। সমাবেশে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ