‘যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে তাদের কোনো দিন ছাড় দেওয়া হবে না।’ কুষ্টিয়ায় পাঁচ রাস্তার মোড়ে সোমবার অনুষ্ঠিত সমাবেশে এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নেতৃবৃন্দ। সোমবার বিকাল সাড়ে ৩টায় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভেঙে ফেলা ভাস্কর্যের সামনে এ প্রতিবাদ সমাবেশ হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের এমপি সরোয়ার জাহান বাদশা, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিএফইউজের কোষাধ্যক্ষ দীপ আজাদ, দফতর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সায়েদুজ্জামান সম্রাট, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মোরাদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা মানে পুরো দেশের ওপর ও সংবিধানের ওপর এ হামলা। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের সরকারের কাছে আমাদের দাবি সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যাতে কেউ এ ধরনের কাজ আগামীতে না করতে পারে। তারা বলেন, এদেশে জাতির জনকের ভাস্কর্যকে যারা অবমাননা করেছে তাদের কোনো দিন ছাড় দেওয়া হবে না। এদেশে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, তাঁর ভাস্কর্যে যারা হাত দিয়েছে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। সমাবেশে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
কুষ্টিয়ায় বিএফইউজের সমাবেশ
বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙেছে তাদের ছাড় দেওয়া হবে না
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর