শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

গার্মেন্টশিল্প মর্মান্তিক পরিস্থিতির দিকে মোড় নিয়েছে

রুবানা হকের খোলা চিটি

নিজস্ব প্রতিবেদক

বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেছেন, গার্মেন্টশিল্প আজ সবচেয়ে মর্মান্তিক পরিস্থিতির দিকে মোড় নিয়েছে। যথাযথ পুনর্গঠনের সুযোগ, এমনকি প্রস্থান নীতি না থাকায় প্রাণান্তকর সংগ্রাম করে টিকে আছে এ শিল্প। গতকাল এক খোলা চিঠিতে গার্মেন্টশিল্পের পরিস্থিতি নিয়ে নানা বিষয় তুলে ধরেন তিনি। খোলা চিঠিতে তিনি বলেন, পশ্চিমা ক্রেতাদের দেউলিয়াত্ব বরণ, নির্দয়ভাবে ক্রয়াদেশ বাতিল এবং ফোর্স মেজার ক্লজেজের কারণে এ শিল্প চরমভাবে অস্তিত্ব সংকটে পড়েছে। শিল্প ভালো করছে এবং সরকারের কাছ থেকে সব সহযোগিতা পাচ্ছে, এই যে একটি ধারণা অনেকেই পোষণ করছেন, এর আজ প্রকৃত পুনর্মূল্যায়ন হওয়া অত্যন্ত জরুরি। বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ২০২১ সালের জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে প্রণোদনা প্যাকেজের অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনা এমন সময়ে দেওয়া হলো, যখন কিনা করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে শিল্প গভীর অনিশ্চয়তায় হাবুডুবু খাচ্ছে। এ পরিস্থিতিতে বর্তমান প্রণোদনা প্যাকেজের ঋণের সুদ অন্ততপক্ষে ছয় মাসের জন্য স্থগিতকরণ অথবা প্রণোদনা পরিশোধের মেয়াদ আরও অতিরিক্ত এক বছর সম্প্রসারিত করা না হলে এ শিল্পকে টিকিয়ে রাখা দুরূহ হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০২০-এর ডিসেম্বর মাসের যে রপ্তানি প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানেও আমাদের রপ্তানির উদ্বেগজনক চিত্র বহাল আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর