শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সপ্তাহ শেষে বড় উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহ শেষে বড় উত্থান শেয়ারবাজারে

প্রথম তিন দিন বড় আকারে দরপতন হয়েছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। তবে সপ্তাহের শেষ দিনে উত্থানে ফিরেছে শেয়ারবাজার লেনদেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৬৫ পয়েন্ট। আগের দিনও সূচক বৃদ্ধি পায় ১৭ পয়েন্ট। দুই দিনে সূচক বাড়ল ৮২ পয়েন্ট। আগের তিন দিনে সূচক কমে যায় ১১৫ পয়েন্ট। শেষ দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪৭ পয়েন্টে উঠে এসেছে। দাম বাড়ার তালিকায় স্থান পেয়েছে ১৩৩টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ১০৬টির। আর ১১৬টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৭১৩ কোটি ৫৪ লাখ টাকা। যা আগের দিন ছিল ৭৯৪ কোটি ৬১ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ৮১ কোটি ৭ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৮৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর হয়েছে ৮২ টাকা ৭০ পয়সা। বেড়েছে ১.১০ টাকা। দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৮২ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৫৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রবি। এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এনার্জিপ্যাক পাওয়ার, গ্রামীণফোন এবং লাফার্জহোলসিম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ১৬৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ১২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১০১টির দাম বেড়েছে।

 বিপরীতে দাম কমেছে ৬৮টির এবং ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর