মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বেকার হোস্টেল পরিদর্শনে তথ্য প্রতিমন্ত্রী

কলকাতা প্রতিনিধি

কলকাতার তালতলার বেকার হোস্টেল পরিদর্শন করলেন বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি। গতকাল সকালের দিকে কলকাতার ৮ নম্বর স্মিথ লেনে অবস্থিত বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বেকার হোস্টেল পরিদর্শনে আসেন মন্ত্রী। তার সঙ্গে ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের প্রধান তথ্য কাউন্সেলর বি এম জামাল হোসেন, প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল ইকবালসহ উপ-দূতাবাসের কর্মকর্তারা এবং দিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সম্প্রতি যোগদানকারী সাংবাদিক শাবান মাহমুদ প্রমুখ। এ সময় বেকার হোস্টেলের তিন তলায় বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ জানান তথ্য প্রতিমন্ত্রীসহ অন্যরা। এরপর সেখানে বিশেষ  দোয়া-প্রার্থনাও করা হয়। বেকার হোস্টেলের যে ২৪ নম্বর কক্ষে বঙ্গবন্ধু থাকতেন সেই ঘরটিও ঘুরে দেখেন তারা।  পরে তথ্য প্রতিমন্ত্রী জানান, ‘বাংলাদেশ ও জাতির অবিসংবাদিত নেতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যিনি জন্মগ্রহণ না করলে বাংলাদেশ নামক দেশটির জন্ম হতো না, বাঙালি জাতির জন্ম হতো না। তার সমস্ত জীবনের আরাধনা, তপস্যা, চিন্তা-চেতনা, অধ্যবসায় সমস্ত কিছুই ছিল বাংলাদেশ এবং বাঙালি জাতিকে নিয়ে। বাংলার মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তি প্রদান, বাংলার মানুষের স্বাধীনতা লাভ, বাংলাদেশ নামক এক রাষ্ট্রের প্রতিষ্ঠা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি তাঁর ৫৫ বছরের জীবনে সমগ্র জীবন দিয়ে রাজনীতি করেছেন। তাঁর এই ঋণ কোনো দিন শোধ করা যাবে না।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর