মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিজিএমইএ নির্বাচনে ভয়ভীতির শঙ্কা নেই

-আবদুস সালাম মুর্শেদী

নিজস্ব প্রতিবেদক

পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ আসন্ন নির্বাচন নিয়ে কোনো ভয়ভীতির শঙ্কা নেই বলে মনে করেন সংগঠনটির সাবেক সভাপতি ও সম্মিলিত পরিষদের প্রধান নির্বাচন সমন্বয়কারী আবদুস সালাম মুর্শেদী এমপি। তিনি বলেন, ‘আমি আশ্বস্ত করতে চাই, বায়োমেট্রিকের কোনো সুযোগ না থাকলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কারোর নমিনেশন পেপার ছিনিয়ে নেওয়া হবে না, সবাই কিনতে পারবেন।’ তিনি গতকাল গুলশানে পরিষদের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। আরও বক্তব্য দেন, সম্মিলিত পরিষদের প্যানেল নেতা ফারুক হাসান। তিনি বলেন, নির্বাচন নিয়ে অনেকেই কটূ মন্তব্য করছেন। অনেকেই বলছেন, আপডেট ছবিসহ ভোটার তালিকা করার কথা বলা হচ্ছে এবং ডিজিটাল ভোটার আইডি কার্ড বা বায়োমেট্রিকের কথা বলা হচ্ছে।

তবে যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই সেটা এজিএম করে পাস করে আনতে হয়, যেটা বর্তমান বোর্ড করেনি। তাই বায়োমেট্রিকের কোনো সুযোগ নেই। জাল ভোট নিয়ে তিনি বলেন, গত নির্বাচন নিয়ে অনেক কথা ওঠে, তবে এবার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিতে পারি। বিজিএমইএর একটা ঐতিহ্য আছে, সে আলোকে ভোট হবে। বিজিএমইএকে পুঁজি করে অনেকেই টেন্ডার, এমপি, মন্ত্রী হতে চাই এমন কথাও আসছে। তবে এটা বলতে পারি, যোগ্যতার ভিত্তিতে মানুষ নেতা হয়, যোগ্যহীনদের কাছে ‘আঙ্গুর ফল টক’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর