শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বর্ণাঢ্য আয়োজনে শিল্পকলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাংস্কৃতিক প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজনে শিল্পকলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সংস্কৃতিচর্চার জাতীয় প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। এদিন আলোচনা, নাচ, গান, আবৃত্তি, প্রদর্শনী ও অ্যাক্রোবেটিকসহ নানা মনোজ্ঞ আয়োজনে সাজানো হয় অনুষ্ঠান।  সকাল ১০টায় উন্মুক্ত প্রাঙ্গণে একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী আনুষ্ঠানিকতা। এরপর বিকাল ৪টায় জাতীয় চিত্রশালা ভবনের ২ ও ৩ নম্বর গ্যালারিতে শুরু হয় একাডেমির সব বিভাগ ও শাখার কার্যক্রমের সপ্তাহব্যাপী প্রদর্শনী। সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দনমঞ্চে আয়োজিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন এবং স্বাগত বক্তৃতা করেন একাডেমির সচিব মো. নওসাদ হোসেন। সন্ধ্যার মূল পর্বের শুরুতেই যন্ত্রসংগীত পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন ‘স্পন্দন’। এরপর ‘ধন্য মুজিব ধন্য’, আমরা নতুন যৌবনেরই দূত’ গান দুটি সমবেতকণ্ঠে পরিবেশন করে শিল্পকলা একাডেমির শিশুশিল্পীরা। বিশিষ্ট নৃত্যশিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান ‘হিমালয় থেকে সুন্দরবন, গানের সঙ্গে দলীয়নৃত্য পরিবেশন করেন ফারহানা চৌধুরী বেবী, অনিক বোস, শহিদুল ইসলাম বাবু, স্মিতা দে ও মুনমুন। দলীয়ভাবে কত্থক নৃত্য পরিবেশন করেন নিলুফার ওয়াহিদ পাপড়ি, সাজু আহমেদ ও ইমামা। ধামাইল নৃত্যের মনোজ্ঞ পরিবেশনায় অংশ নেন দীপা খন্দকার, সেলিনা হক ও সুলতানা হায়দার। মণিপুরি নাচের শাস্ত্রীয় পরিবেশনায় বসন্তের সন্ধ্যাকে রঙিন করে তোলেন তামান্না রহমান, সুব্রত ও অর্থি। এরপর ওড়িশি নাচের মুদ্রার তালে তালে শিল্পানুরাগীদের বিমোহিত করেন মিনু হক, বেনজীর সালাম, মৈত্রী সরকার ও জসিম। পরের পরিবেশনায় কথাকলির নান্দনিকতায় নন্দনমঞ্চে মুগ্ধতা ছড়ান আফরিনা আফরোজ চৌধুরী লুবনা ও শামীম। অনুষ্ঠানে গৌড়ীয় নৃত্য পরিবেশন করেন র‌্যাচেল প্রিয়াংকা, লাবণী ও মৌসুমী। এরপর ভরতনট্টমের ধ্রুপদীতে মঞ্চে আলো ছড়ান বেবি রোজারিও,  বেলায়েত হোসেন ও সালমা বেগম মুন্নী। রায়বেশে নৃত্য পরিবেশন করেন ফেরদৌস, তুষার, মুননা, শাওন ও শরিফ। ‘এগিয়ে চল আবারও জয় বাংলা বলে, চলো নির্ভয়ে চলো লাল-সবুজের পাল তুলে’ গানটির সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে নাচের দল নৃত্যাঞ্চল। পরের পরিবেশনায় ‘মঙ্গল হোক এই শতকে’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেন আয়োজনের তালিকায় থাকা সব নৃত্যশিল্পী। নাচের পর সংগীতের সুর ও আবৃত্তির দীপ্ত উচ্চারণে মঞ্চে শিল্পের আলো ছড়ান দেশবরেণ্য শিল্পীরা। দিনের সবচেয়ে আকর্ষণীয় পর্বে ছিল অ্যাক্রোবেটিক। সাইকেল ব্যালেন্স, বাস্টেক ব্যালেন্স, রিং ড্যান্স, ক্যাপ ড্যান্স, হাইসাইকেল ব্যালেন্সসহ চোখ ধাঁধাঁনো সব পরিবেশনা নিয়ে হাজির হয় শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল।

শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত : বরিশালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় নগরীর বান্দ রোডের অডিটরিয়ামে শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয়ে কেক কেটে এবং আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বরিশাল জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। একাডেমির কালচারাল কর্মকর্তা হাসানুর রশিদ মাকসুদের সভাপতিত্বে এবং অনিমেষ সাহা লিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার রায়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার অলিউল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য্য, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি এস এম ইকবাল ও কাজল ঘোষ, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও উন্নয়ন সংগঠক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর