বুধবার, ৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

সিলেটে করোনা ভ্যাক্সিন গ্রহণে পিছিয়ে নারীরা

আগ্রহ বাড়াতে নেওয়া হচ্ছে উদ্যোগ

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

করোনার টিকা নিয়ে আগ্রহ বাড়ছে সিলেটে। প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার মানুষ এ মহামারীর টিকা গ্রহণ করছেন। তবে টিকা গ্রহণে পুরুষের চেয়ে নারীদের অংশগ্রহণ কম। পুরুষের তুলনায় টিকা গ্রহণকারী নারীদের সংখ্যা প্রায় অর্ধেক। এ অবস্থায় নারীদের টিকা গ্রহণে আগ্রহী করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সিলেট স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, গত ১ মার্চ পর্যন্ত সিলেট বিভাগে করোনার ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন ২ লাখ ৩৯ হাজার ১১৮ জন। এর মধ্যে টিকা নিয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬৬ জন। টিকা গ্রহীতাদের মধ্যে ১ লাখ ২৪ হাজার ৭৮০ জন পুরুষ ও ৭২ হাজার ২৮৬ জন নারী।  স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী শহর থেকে গ্রামাঞ্চলে টিকা গ্রহণে লোকজনের আগ্রহ অনেক কম। আর টিকা নিয়ে নারীদের মধ্যে আগ্রহ নেই বললেই চলে। টিকা গ্রহণে নারীদের অংশগ্রহণ কম হওয়ার কারণ হিসেবে ডা. আনিসুর রহমান জানান, সিলেটে টিকা নিয়ে পুরুষের মধ্যে আগ্রহ বাড়লেও সে অনুপাতে নারীরা টিকা নিতে আসছেন না। বয়সের বাধ্যবাদকতা, গর্ভাবস্থাসহ কিছু কারণে টিকা গ্রহণে নারীরা পিছিয়ে রয়েছেন। এ ছাড়া গ্রামের মহিলাদের মধ্যে টিকা নিয়ে খুব কম আগ্রহ।

তাই টিকা গ্রহণে নারীরা পিছিয়ে রয়েছেন। এ অবস্থার উত্তরণ ঘটাতে সচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা চলছে।

এদিকে, সিলেট সিটি করপোরেশনের আওতাধীন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইনস হাসপাতালে গড়ে প্রতিদিন দুই সহস্রাধিক লোক করোনার ভ্যাকসিন নিচ্ছেন। সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, এখন পর্যন্ত সিলেট নগরীতে ৪৪ হাজার লোক করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছেন। যার মধ্যে প্রায় ৪২ হাজার ভ্যাকসিন নিয়েছেন। ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে দুই-তৃতীয়াংশই পুরুষ।

ডা. জাহিদুল ইসলাম জানান, করোনায় নারীদের চেয়ে পুরুষরাই বেশি আক্রান্ত হয়েছেন। সে কারণে সম্ভবত পুরুষরাই বেশি ভ্যাকসিন নিচ্ছেন। এ ছাড়া রক্ষণশীলতা, অসচেতনতা, জাতীয় পরিচয়পত্র না থাকাসহ নানা কারণে নারীরা টিকা গ্রহণে পিছিয়ে রয়েছে। নারীদের টিকা গ্রহণে আগ্রহী করতে ওয়ার্ড পর্যায়ে প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর