বুধবার, ৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

বড় উত্থানে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

বড় উত্থানে শেয়ারবাজার

আবারও বড় উত্থানে ফিরেছে শেয়ারবাজার। গতকাল   শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮১.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৮.২৬ পয়েন্টে। ডিএসইতে ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৩টির, দর কমেছে ৩৫টির এবং ৮৯টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। মূল্যসূচকের বড় উত্থানের পাশাপাশি ডিএসইতে  লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর লেনদেন হয়েছে ৮৩৩ কোটি ৯৪ টাকা। আগের দিন লেনদেন হয় ৬১৮  কোটি টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি  লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকোর শেয়ার।  কোম্পানিটির ১০৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানটির শেয়ার দর দিনশেষে ৮ টাকা বেড়ে ১৫৫৪ টাকা হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের ৯৮ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছে। শেয়ারের দর ওঠে ৮৫.৪০ টাকা।  ৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে  বেক্সিমকো ফার্মা। দর উঠেছিল শেয়ার প্রতি ১৯৪.১০ টাকা। লেনদেনের দিক থেকে ডিএসইতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- রবি, লংকাবাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, জিবিবি পাওয়ার, ওরিয়ন ফার্মা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং লাফার্জহোলসিম।  দেশের অপর  শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩২৯ পয়েন্ট। বাজারটিতে  লেনদেন হয়েছে ৩৩ কোটি ৬ লাখ টাকা। লেনদেনে অংশ  নেওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৭টির এবং ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর