সোমবার, ৩ মে, ২০২১ ০০:০০ টা

লকডাউন দীর্ঘায়িত হলে জনস্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে

৯ বিশেষজ্ঞের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক

লকডাউন দেওয়ার ফলে দেশে ৯৯ শতাংশ রোগীর স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বিভিন্ন মেয়াদি প্রভাবে অনেকের ইতিমধ্যে মৃত্যু হয়েছে এবং আরও মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় লকডাউন দীর্ঘায়িত হলে দেশের জনস্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। দেশের ৯ জন বিশিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞ এমন অভিমত ব্যক্ত করেছেন। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জনস্বাস্থ্যে লকডাউনের প্রভাব শীর্ষক এক সেমিনারে স্বাস্থ্য বিশেষজ্ঞদের এমন আশঙ্কার কথা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ৯ জন স্বাস্থ্য বিশেষজ্ঞের পক্ষ থেকে লিখিত বিবৃতি পাঠ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক বিশিষ্ট অণুজীববিজ্ঞানী ড. মুহম্মদ মঞ্জুরুল করিম। বিবৃতিদাতারা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞানী অধ্যাপক ড. মুহম্মদ মঞ্জুরুল করিম, ব্যুরো ভ্যারিটাস প্রাইভেট লিমিটেড অ্যামপ্ল্যানড স্পেশালিস্ট ও গ্যাকো ফার্মাসিউটিক্যাল প্রডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার এম বি এম রুহুল হাসান, আইসিইউ স্পেশালিস্ট ডাক্তার মুহম্মদ নুরুল আফসার, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মুহম্মদ আসাদুজ্জামান, ডা. মুহাম্মদ মহসিন রেজা চৌধুরী, ডা. মুহম্মদ মুজাহিদুর হাসান, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের ডা. এস এম ইবনে শাইখ, ডা. মুহম্মদ জর্জিসুর রহমান এবং ফার্মাসিস্ট আবদুল্লাহ আল মামুন।

সর্বশেষ খবর