সিলেট-৩ আসনের উপনির্বাচনে বৈধ ঘোষণা হওয়া চার প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি ঋণ আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের। আর সম্পদ বেশি জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে সদ্য বহিষ্কৃৃত শফি আহমেদ চৌধুরীর।
হলফনামা অনুযায়ী শফি আহমেদ চৌধুরী সর্বোচ্চ ৪৯ কোটি ২৫ লাখ টাকার সম্পদের মালিক। জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিকের সিলেট, হবিগঞ্জ ও ঢাকায় রয়েছে বাসাবাড়ি ও জমিজমা। আর আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের যৌথ মালিকানায় রয়েছে সর্বোচ্চ ৯ কোটি ৫৯ লাখ টাকার ব্যাংক ঋণ। অপর প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়ার ব্যাংক ঋণ কিংবা দেনা-পাওনা নেই।