বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) বন্ধ পাটকলগুলো দ্রুততম সময়ে ভাড়াভিত্তিক বা ইজারা (লিজ) পদ্ধতিতে বেসরকারি ব্যবস্থাপনায় চালু হবে। তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় পুনঃ চালু করা মিলে অবসায়িত শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবেন। গতকাল সচিবালয়ে আগামী অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় বস্ত্র ও পাট সচিব আবদুল মান্নান, অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ১০৬২ দশমিক ৫৪ মিলিয়ন ডলার আয় করেছে। এই অঙ্ক গত বছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ২৩ শতাংশ বেশি।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        