শুক্রবার, ৩০ জুলাই, ২০২১ ০০:০০ টা

ভোটার হলেই এসএমএসে দেওয়া হচ্ছে এনআইডি নম্বর

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের টিকা নিতে হলে প্রয়োজন জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর। যাদের এনআইডি নম্বর নেই বা বয়স হয়েছে কিন্তু এনআইডি কার্ড করেননি, তাদের জন্য নতুন এনআইডি করার সুযোগ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে নতুন ভোটার হওয়া তথা এনআইডি করা এবং অনলাইন থেকে কার্ড প্রিন্টসহ যাবতীয় সেবা পাওয়া যাচ্ছে। কঠোর বিধিনিষেধের মধ্যে স্বল্প সংখ্যক জনবল দিয়ে জনসাধারণের কাছে এনআইডি সেবা পৌঁছে দিতে কাজ করছে নির্বাচন কমিশন। ইসির কর্মকর্তারা বলছেন, শুরু থেকে আমরা নিয়মিত অফিস করছি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন শিফটে অফিস করছেন। আমাদের জন্য যাতে কোনো মানুষ বিপদে না পড়েন, সে জন্য অত্যাবশ্যকীয় সার্ভিস দিয়ে যাচ্ছি। অনলাইনে ভোটার হলেই এনআইডি নম্বর মোবাইলে এসএমএসের মাধ্যমে চলে যাবে। সাধারণ মানুষ যেন এসএমএস দেখেই বুঝতে পারেন যে তাদের এনআইডি হয়ে গেছে। এই এসএমএসের বিষয়টা আগে থেকেই ছিল। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে এটা কাজ করছিল না। ইসির টেকনিশিয়ানরা বিষয়টির সমাধান করেছে। জানা গেছে, নতুন ভোটার হওয়ার আবেদনে দেওয়া মোবাইল নম্বরে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর এসএমএসের মাধ্যমে চলে যাবে।

 এতদিন এনআইডি নম্বর জানার জন্য নির্বাচন অফিসে বা ১০৫ নম্বরে মেসেজ করে অপেক্ষা করতে হতো। কিংবা কল সেন্টারে ফোন করে জানতে হতো। সমস্যার সমাধান হওয়াতে এনআইডি নম্বরের জন্য এখন আর অপেক্ষা করতে হবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর