বুধবার, ৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ডেঙ্গুর বিস্তার রোধে শিক্ষা মন্ত্রণালয়ের চার নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু রোগের বিস্তার রোধে চার দফা নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব নজরুল ইসলাম স্বাক্ষরিত এ নির্দেশনা গতকাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সব দফতর, সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এসব নির্দেশনার মধ্যে রয়েছে- শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনসমূহ ও আশপাশের খোলা জায়গা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতিষ্ঠানের ভবন, খোলা জায়গা, মাঠ, ফুলের টব, পানির পাম্প বা পানি জমে এমন পাত্র, ফ্রিজ বা এসির পানি জমার ট্রে, পানির ট্যাপের আশপাশের জায়গা, বাথরুম ও এর কমোড, গ্যারেজ, নির্মাণাধীন ভবন, লিফট্ বা সিঁড়ি, পরিত্যক্ত বস্তু ইত্যাদি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলে যেন দুই দিনের বেশি পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে। শিক্ষকরা অনলাইন ক্লাসে শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের কভিড-১৯ ও ডেঙ্গু বিস্তার রোধে স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ করবেন। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ডেঙ্গু বিস্তার রোধে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন বা স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট দফতর বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর