শুক্রবার, ২০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র ফটোসাংবাদিক দিদার আর নেই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র ফটোসাংবাদিক দিদার আর নেই

বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র আলোকচিত্র সাংবাদিক দিদারুল আলম (৫২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। গতকাল বিকাল ৪টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মা, বাবা, স্ত্রী, এক মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফটোসাংবাদিক দিদারুল আলমের প্রথম জানাজা গতকাল বাদ মাগরিব চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এবং দ্বিতীয় জানাজা রাত ১১টায় গ্রামের বাড়ি হাটহাজারীর মেখলে অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার অকালমৃত্যুতে চট্টগ্রামের মিডিয়াপাড়ায় শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশ প্রতিদিন ছাড়াও তিনি দৈনিক যুগান্তর ও ইংরেজি পত্রিকা অবজারভারসহ বিভিন্ন দৈনিকে কাজ করেছেন। বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরোপ্রধান রিয়াজ হায়দার চৌধুরী বলেন, ‘বুধবার রাত ১১টার দিকে দিদার জ্ঞান হারান। এরপর তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বিকালে হাসপাতালের আইসিইউতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এর ২৮ দিন আগে দিদার আক্রান্ত হলেও করোনা থেকে সেরে উঠেছিলেন। আইসিইউতে হাইফ্লো দেওয়া হলেও শেষ পর্যন্ত জ্ঞান ফেরেনি তার।’ সাংবাদিক দিদারের অকালমৃত্যুতে বাংলাদেশ প্রতিদিন পরিবারের পক্ষে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সম্পাদক নঈম নিজাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরোপ্রধান রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামশুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতা রাশেদ মাহমুদ, মাসুম হাবিব, রাজেশ চক্রবর্তী, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর