বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ডাক্তার-উকিলদের ফি রসিদের মাধ্যমে নিশ্চিতে দুদকের চিঠি

বিশেষ প্রতিনিধি

ডাক্তার ও আইনজীবীরা সেবাগ্রহিতাদের কাছ থেকে যে ফি নিয়ে থাকেন তা রসিদের মাধ্যমে নেওয়া নিশ্চিত করতে চায় দুর্নীতি দমন কমিশন-দুদক। ক্লায়েন্ট কর ফাঁকি বন্ধে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে এসব বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে দুদক। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে প্রবেশ মুখে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান দুদকের সচিব ড. মু. আনোয়ার হোসেন। তিনি বলেন, ডাক্তার এবং উকিলদের যে ক্লায়েন্টরা আছেন তারা তাদের কাছ থেকে টাকা গ্রহণ করেন সেবার বিনিময়ে। এ ক্ষেত্রে যদি অর্থ গ্রহণের পর তাদেরকে রসিদ দেওয়া হয় তাহলে এটা এনবিআরের হিসাবে আসে এবং এটা দিয়ে ট্যাক্স ফাইলটা আপডেট করা সহজ হবে এবং সরকারের রাজস্ব আয় বাড়বে বলে মনে করা হচ্ছে। চিঠিতে দুদক এনবিআরকে ডাক্তার ও উকিলদের আয়কর বিবরণী সঠিকভাবে যাচাই-বাছাই করা এবং ফাঁকি থাকলে তা বের করে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের অধীনে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে।

চিঠিতে দুদক জানতে চেয়েছে, কর ফাঁকি রোধে বিশেষায়িত চিকিৎসক ও আইনজীবীরা তাদের রোগী বা ক্লায়েন্টদের সেবা দেওয়ার বিনিময়ে পাওয়া অর্থের বিপরীতে চালান বা রসিদ বাধ্যতামূলক করেছেন কি না। দুদকের কাছে অভিযোগ রয়েছে, কর ফাঁকি দেওয়ার জন্য আয়কর রিটার্নে তাদের প্রকৃত আয় গোপন করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর